শহিদুল ইসলাম:
উখিয়া উপজেলার ৫ ইউনিয়নের নবনির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০ টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও ইউপি সদস্যদের শপথ করানো হয়। শপথ বাক্য পাঠ করেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোরুল নাসের, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন, জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী আব্দুর রহমান ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন।
নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম, গফুর উদ্দিন চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম, জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।
এ সময় কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেন, আপনাদের উপর আজ থেকে জাতির গুরু দায়িত্ব অর্পিত হল। কোন ভাবেই এ দায়িত্ব অবহেলা করা যাবেনা। নিষ্টা ও সততার সাথে দায়িত্ব পালন করে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এ ছাড়াও ৫টি ইউনিয়নের ৪৫ ওয়ার্ডের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের একই সময়ে শপথ বাক্য পাঠ করান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন।
উল্লেখ্,য গত ৪ জুন উখিয়া উপজেলার ৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হয়।
##