রামু প্রতিনিধি:
রামু সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরের ছাদ ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১৭ জুন) সকাল ৮ টা থেকে প্রাণকেন্দ্র চৌমুহনীতে অবস্থিত রামু উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহি এ মন্দিরের দ্বিতীয় তলার ছাদ ঢালাই নির্মাণ কাজ শুরু হয়।
এ মন্দিরের পুনঃনির্মাণ কাজের জন্য সরকারি অনুদান, ধর্ম মন্ত্রণালয়ের অনুদান, কক্সবাজার-৩ এর সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, উপজেলা পরিষদের অনুদান সহ কক্সবাজার জেলার বিভিন্ন ভক্তবৃন্দের অনুদানের মাধ্যমেও কালী মাতার পরম কৃপায় অত্যাধুনিক সৌন্দর্যমন্ডিত এ মন্দিরটি প্রতিষ্ঠা লাভ করতে যাচ্ছে।
রামু সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা পরিষদ ও উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, ধর্ম মন্ত্রণালয়, কক্সবাজার-৩ এর সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদ, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সর্বস্তুরের ভক্তবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এছাড়াও আগামীতে মন্দিরের যেটুকু অসমাপ্ত নির্মাণকাজ তা সমাপ্ত করার জন্য সকলের সাহায্য-সহযোগিতা কামনা করেন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
মন্দিরের ছাদ ঢালাই চলাকালে মন্দিরের পুরোহিত সজল ব্রাহ্মণ চৌধুরী, বাদল ব্রাহ্মণ চৌধুরী, কাজল ব্রাহ্মণ চৌধুরী, উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. দুলাল চন্দ্র পাল, হিমাংশু বিমল বিশ্বাস, মাস্টার সুনীল শর্মা, হারাধন ধর, ডা. আশুতোষ চক্রবর্তী মন্টু, প্রিয়তোষ চক্রবর্তী পিন্টু, মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন মল্লিক, সাধারণ সম্পাদক চন্দন দাশ গুপ্ত, দিলীপ দেওয়ানজী, কৃষ্ণ দাশ, রুপন শর্মা, বিদ্যুৎ পাল স্বপন, ডা. কাজল মল্লিক, ডা. পুলক ধর, রামকুট তীর্থধাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ সিকদার, অর্থ সম্পাদক বিজয় ধর, রামু উপজেলা সৎসঙ্গ আশ্রমের সভাপতি সুশান্ত পাল বাচ্চু, সাধারণ সম্পাদক প্রদীপ ভট্ট্রাচার্য, অর্থ সম্পাদক তপন ঘোষ, সাংগঠনিক সম্পাদক অনিল পাল, রামু শংকর মঠ ও মিশনের সভাপতি মাষ্টার অনিল শর্মা (সাবেক এটিও), উপজেলা প্রকৌশলী সালাহ উদ্দিন, প্রকৌশলী হিমু দাশ, প্রকৌশলী পলাশ দে, মাষ্টার জয়ন্ত ধর প্রমূখ উপস্থিত ছিলেন।