লামা প্রতিনিধি : “সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়েই বান্দরবানের লামা উপজেলায় ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হয়েছে ।
দিবসটি উদযাপন উপলক্ষে রোববার (৭ এপ্রিল) সকালে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু করে শোভাযাত্রাটি লামা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) বেলায়েত হোসেন ঢালী, আবাসিক মেডিকেল অফিসার শফিউর রহমান মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ রেজাউল করিম, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সমীরণ বড়ুয়া, এন.জেড.একতা মহিলা সমিতি এনজিও সংস্থার ম্যানেজার তোফাজ্জল হোসেন, ব্র্যাক এনজিও সংস্থার প্রতিনিধি ও স্থানীয় সুর্যের হাসি ক্লিনিকের ম্যানেজারসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও এনজিও সংস্থার স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।