আমাদের রামু প্রতিবেদন :
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ ১১৪টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষার্থী ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ( www.techedu.gov.bd) এই ফল পাওয়া যাবে।
রোববার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এ সময় তিনি ল্যাপটপের মাধ্যমে তিন শিক্ষার্থীর ট্রাকিং নম্বর এন্ট্রি করেন।
মন্ত্রী বলেন, ফল প্রকাশ হয়েছে। আজ থেকে মেধাতালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু হলো, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
তিনি বলেন, আবেদনকারী শিক্ষার্থীর মোবাইল নম্বরে ফল জানিয়ে দেওয়া হবে। আর অপেক্ষমাণ তালিকা ধরে ২ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ভর্তি করা হবে। আগামী ১৬ আগস্ট ক্লাস শুরু হবে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদের কোর্সে ৬ লাখ ৫৬ হাজার ৬০৬ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। এর মধ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং একটি ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের দুই শিফটে মোট ৫৭ হাজার ৭৮০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।’