সদর প্রতিনিধি:
আজ বিশ্ব মাদক বিরোধী দিবস। দেশব্যাপী দিবসটি পালিত হচ্ছে।দিবসটি উদযাপন উপলক্ষে কক্সবাজারেও মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী মানববন্ধন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় সরকারের উপ-পরিচালক আবুল ফয়েজ মো: আলাউদ্দীন খান, সিভিল সার্জন ডা: পুচনু, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পদস্থ সরকারী কর্মকর্তা,এনজিও প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্তিত ছিলেন।
পরে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।