সোয়েব সাঈদ:
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের দেশজুড়ে জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত সংগঠন ‘সোনাইছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’ এর সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষক এ,এম খোরশেদুল ইসলাম।
শনিবার, ২৫ জুন সমিতির সভাপতির শূণ্যপদের নির্বাচন বিধিমোতাবেক কো-অপ্ট এর মাধ্যমে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দুইজন সদস্যের প্রস্তাব উত্থাপন হলে সর্বোচ্চ ৮ ভোট পেয়ে নির্বাচিত হন এ,এম খোরশেদুল ইসলাম। এতে অপর প্রার্থী ছিলেন, এডভোকেট নুরুল মোর্শেদ আমিন।
সমিতির সহ সভাপতি আবদুল মালেক নির্বাচন পরিচালনা করেন। এছাড়া নির্বাচন চলাকালীন কার্যক্রম পরিদর্শন করেন রামু উপজেলা সমবায় কর্মকর্তা মো. সলিম উল্লাহ।
জানা গেছে, সমিতির নব নির্বাচিত সভাপতি এ,এম খোরশেদুল ইসলাম বর্তমানে রামু বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত থাকার পাশাপাশি পশ্চিম জোয়ারিয়ানালা ‘স্বাধীন শৃংখলা স্পোর্টিং ক্লাব’ এর দুই বারের সভাপতি, রামু উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ পরিষদের দুইবারের অর্থ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি রামু উপজেলার দুই বারের অর্থ সম্পাদক, রামু বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের দুইবারের শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সূর্যমুখী ডেইরী ফার্ম এর প্রধান পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।
উল্লেখ্য, আলহাজ্ব মোতাহেরুল হক সিকদারের মৃত্যুতে সমিতির সভাপতির এ পদটি শূণ্য হয়েছিলো।