গিয়াস উদ্দিন ভুলু:
টেকনাফে ১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের মালিকবিহীন ৫৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) ।
বিজিবি সুত্রে জানা যায়, ২৬ জুন সকাল ৯টার দিকে বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল মো. আবুজার আল জাহিদের নেতৃত্বে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ইয়াবার বিশাল চালানটি উদ্ধার করতে সক্ষম হয়। এই সময় পাচারকারীরা বিজিবির অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মো. আবুজার আল জাহিদ সংবাদে সত্যতা নিশ্চিত করে আমাদের রামু ডটকমকে বলেন, উদ্ধারকৃত ইয়াবা গুলো বিজিবি টেকনাফ সদর দফতরে জমা রাখা হয়েছে এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।