হাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যার রেশ কাটতে না কাটতে এবার ইউনিয়ন আওয়ামীলীগের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাতে বাইশারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে মংশৈলুং মার্মা (৫৫) নামের ওই আওয়ামীলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বাইশারী সদর এলাকার মৃত আইজ্ঞা মুরো মার্মার ছেলে এবং বাইশারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন, মংশৈলুং মার্মার গলায় দুর্বৃত্তরা কুপিয়েছে। তাঁরা হয়ত রাঁতের আধারে হত্যা করার পর মৃতদেহ রেখে যান।
স্থানীয়রা রাত সাড়ে ১০টায় মংশৈলুং এর মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক তসলিম ইকবাল চৌধুরী বলেন, এ ঘটনায় আওয়ামীলীগ নেতাকর্মীরা হতভাগ হয়ে পড়েছেন। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল খায়ের বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় আমাদের রামু ডটকমকে বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনার আসল রহস্য বের করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।