আমাদের রামু রিপোর্ট:
রামুতে আজ ১ জুলাই রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বড় পরিসরে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথিi বক্তব্যে ধর্মীয় অনুশাসন মেনে চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানান। ।
প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, ক্রীড়া, সংস্কৃতিসহ সর্বক্ষেত্রে বাংলাদেশ এখন প্রতিবেশী দেশগুলোর কাছে উদাহরণ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।
রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা এবং জেলা পর্যায়ের আরো অনেক নেতা-কর্মী বক্তব্য রাখেন।
ইফতার পূর্ববর্তী মোনাজাত পরিচালনা করেন মৌলানা জমির উদ্দিন।
উল্লেখ্য, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করেন কক্সবাজার- ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।আয়োজক কমিটির চেয়ারম্যান জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় সাংসদ কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন।