গিয়াস উদ্দিন ভুলু:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ। স্থলবন্দর সুত্রে জানা যায়, আজ ১ জুলাই, শুক্রবার থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে গতকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে হঠাৎ করে কিছু কিছু ব্যবসায়ী পড়েছে বিপাকে। কারণ মিয়ানমার থেকে আসা ট্রলার ভর্তি কাঠ, মাছ, আচার ও বিভিন্ন প্রকার মালামাল মজুদ হয়ে পড়েছে। অন্যদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লাগাতার ৯দিন ছুটি পাওয়ায় বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারি, ও শ্রমিকদের মাঝে আনন্দ উর্দীপনা বিরাজ করছে।
টেকনাফ স্থলবন্দরের শুল্ক স্টেশনের কর্মকর্তা নু চে প্র“ মারমা জানান, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুক্রবার থেকে টানা নয় দিনের জন্য টেকনাফ স্থলবন্দর দিয়ে কোন প্রকার আমদানি-রপ্তানি করা হবে না।
আগামী ১০ জুলাই থেকে পুনরায় টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি আগের মত চালু করা হবে। মিয়ানমারের আরকান রাজ্যের মংডু, আকিয়াব সহ কয়েকটি এলাকা দিয়ে প্রতিদিন এই স্থলবন্দর দিয়ে কোটি কোটি টাকার পণ্য আমদানি করা হয়। আমদানি করার পন্য গুলো হচ্ছে, বিভিন্ন প্রজাতির মাছ, শুটকি, কাঠ, আচার, আদা অন্যতম।
অপরদিকে বাংলাদেশ থেকে মিয়ানমারে রপ্তানি হয় হরেক রকমের পন্য। এর মধ্যে অন্যতম পন্য হচ্ছে, সিমেন্ট, বিভিন্ন প্রজাতির টি-শার্ট, অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক সামগ্রী।
টেকনাফ স্থলবন্দর অভিবাসন কেন্দ্রের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ হোসেন আমাদের রামু ডটকমকে জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে শুক্রবার থেকে টানা ৯ দিন স্থলবন্দরের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষনা করা হলেও বাংলাদেশ-মিয়ানমার অভিবাসন কেন্দ্র দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত স্থলপথ খোলা থাকবে।