আব্দুল হামিদ, বাইশারী:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভি.জি.এফ এর বিশেষ বরাদ্ধের চাউল বিতরণ শুরু করা হয়েছে। আজ রবিবার সকাল ৮টার সময় পরিষদ কার্যালয়ে চাউল বিতরনী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।
ঈদ উপলক্ষে ইউনিয়নের ২৭ হাজার পরিবারের মাঝে পরিবার প্রতি ২০ কেজি করে চাউল প্রদান করা হবে বলে পরিষদ সচীব আবু হানিফ রাজু জানান। সকাল ৮টার সময় ভি.জি.এফ চাউল বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো: আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম বাহাদুর, নবনির্বাচিত ইউপি সদস্য নুরুল আজিম, মো: আব্দুর রহিম, আনোয়ার সাদেক, নুরুল আজিম, আবু তাহের, আজিজুল হক প্রমুখ।
পরিষদ সচীব আবু হানিফ রাজু আমাদের রামু ডটকমকে বলেন- ২৭ শত পরিবারের মাঝে ৫৮ মে: ট: ঈদুল ফিতরের বিশেষ বরাদ্দের চাউল সরকারের পক্ষ থেকে হয়েছে।
চাউল বিতরণ অনুষ্ঠানে ট্যাক অফিসারের দায়িত্ব পালন করেন- সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য এর পক্ষে বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোছাইন। তিনি বলেন- সুষ্ট ও সুন্দর ভাবে ভি.জি.এফ এর চাউল বিতরণ চলেছে।