যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল আগামী সপ্তাহে ঢাকায় আসছেন। সরকারের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।খবর বাংলা ট্রিবিউনের।
দুই মাসের ব্যবধানে ঢাকায় এটি তার দ্বিতীয় সফর। এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান মারা যাওয়ার ঘটনায় মে মাসে ঢাকায় এসেছিলেন নিশা দেশাই।
সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন নিশা।
বিভিন্ন সূত্র জানায়, দেশে জুলাইয়ের প্রথম সপ্তাহে পরপর দুটি জঙ্গি হামলা ঘটায় নিশার এ সফরে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ১ জন বাংলাদেশ আমেরিকানসহ ১৮ জন বিদেশি এবং ৪ জন বাংলাদেশি নিহত হন। এ ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের দিনে শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত চলাকালে ঈদগাহের অদূরে পৃথক সন্ত্রাসী হামলায় দুই পুলিশসহ ৪ জন নিহত হন। এ ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যালার্ট) নোটিশ জারি করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে আজ শুক্রবার তা বাড়িয়ে বাংলাদেশ ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা নোটিশ (ট্রাভেল ওয়ার্নিং) জারি করে দেশটি।
এর আগে গুলশান হামলায় ঘটনায় ৩ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ওই ফোনালাপে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে গুলশান হামলায় দায়ীদের ধরতে ও ভবিষ্যতে বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করতে চায় বলে শেখ হাসিনাকে জানিয়েছেন জন কেরি।
কেরি তার ফোনালাপে বাংলাদেশ সরকারকে তদন্তের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য উৎসাহিত করেন এবং প্রয়োজনে এফবিআইসহ যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
নিশা দেশাইয়ের সফরে এসব বিষয় উঠে আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।