শহিদুল ইসলাম, উখিয়া:
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নে মাদকাসক্ত পুত্রের হামলায় একই পরিবারের শিশু সহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১২ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উখিয়ার ঘাট পুরাতন কুলালপাড়া নামক এলাকায়। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে বখাটে ও মাদকসেবী পুত্রকে গ্রেফতার করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উখিয়ার ঘাট কুলালপাড়া গ্রামের হাকিম আলীর পুত্র নুর হোছন গত কয়েক বছর ধরে মাদকাসক্ত হয়ে নিজ বসত ঘরে মাদকের আসর বসিয়ে নিয়মিত মাদক সেবন করে আসছিল। উক্ত আসরে এলাকার বখাটে সহ বিভিন্ন খারাপ প্রকৃতির লোকজন মাদক সেবনে নিয়মিত আসা যাওয়া করত।
গত ১২ জুলাই মঙ্গলবার নুর হোছনের ঘরে বিভিন্ন এলাকার অজ্ঞাত কয়েক যুবক মিলে মাদক সেবন করে মাতাল অবস্থায় অশালীন গালমন্দ করতে থাকলে পিতা হাকিম আলী নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত নুর হোছনসহ কয়েকজন বখাটে মিলে ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে বয়োবৃদ্ধ বাবা হাকিম আলীর বসত বাড়িতে হামলা চালিয়ে দরজা জানালা ভাংচুর ও ঘরের ছাঁদে ইট পাটকেল নিক্ষেপ করেন।
এ সময় ঘরে থাকা হাকিম আলীর পুত্র জাহেদ হোছন (৩০), বেড়াতে আসা মেয়ে ছমুদা বেগম (২৫), জামাতা ডাঃ আবুল হাসেম (৩২), হাকিম আলী (৬৮), ছলেমা খাতুন (৫০), সরওয়ার কামাল (১৬) ও জিশান, জিহাদ, নিশান ও ওহাব নামের ৪ শিশু সন্তান সহ ১০ জন আহত হয়।
গুরুতর আহতদের স্থানীয় ক্লিনিক ও উখিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মাদকাসক্তের পুত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিতা হাকিম আলী উপজেলার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত নুর হোসেন ঘটনার কথা অস্বীকার করেন।