জনপ্রশাসনে বর্তমানে ৩ লাখ ২৮ হাজার ৩১১টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি জানান, ডিসেম্বর ২০১৫ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন মন্ত্রনালয়, অধিদফতর ও দফতরে ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩টি পদের বিপরীতে ৩ লাখ ২৮ হাজার ৩১১টি পদ শূন্য রয়েছে। রবিবার জাতীয় সংসদের প্রশ্ন-উত্তর পর্বে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জনপ্রশাসনমন্ত্রীর তথ্য অনুযায়ী শূন্যপদের প্রথম শ্রেণির কর্মকর্তা (৯ম তদূর্ধ্ব) ৪৪ হাজার ৫৪৪টি, দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) ৫৩ হাজার ১৮০টি, তৃতীয় শ্রেণির (১৩-১৭তম) এর লাখ ৬০ হাজার ৫৩৯টি এবং চতুর্থ শ্রেণির (১৮-২০তম) ৭০ হাজার ৪৮টি। পর্যায়ক্রমে শূন্যপদ পূরণ অব্যাহত রয়েছে বলে মন্ত্রী এই প্রশ্নের জবাবে জানান।
বেগম আখতার জাহানের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মহিলা কর্মকর্তার সংখ্যা মোট ১ হাজার ২১০ জন। এর মধ্যে সচিব/ভারপ্রাপ্ত সচিব ৭ জন, অতিরিক্ত সচিব ৫৮ জন, যুগ্ম সচিব ১০৪ জন, উপসচিব ১৮৯ জন, সিনিয়র সহকারী সচিব ৩৩৭ জন, সহকারী সচিব ৩৮৯ জন, নন ক্যাডার সহকারী সচিব ৬ জন, দশম গ্রেডের কর্মকর্তা ২২ জন এবং জনপ্রশাসন মন্ত্রণালয় অধীন সংযুক্ত দফতর/সংস্থায় ১০ম তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা ৯৮ জন।
সূত্র: বাংলাট্রিবিউন