এম.এ আজিজ রাসেল ও হাফিজুল ইসলাম চৌধুরী:
কক্সবাজার শহরের উইমাতারা ক্যাং এর বৌদ্ধ ভিক্ষু ওপেন দিতা’র উপর হামলাকারি দূর্বৃত্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ক্যাং এর জমির অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন।
আজ রোববার বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনোত্তর সমাবেশে রাখাইন সম্প্রদায়ের লোকজন এ দাবি জানান। এসময় রামু সীমা বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ কে থিং অং, উইমাতারা ক্যাং পরিচালনা কমিটির সভাপতি মংছাচিং রাখাইন, মংথেন হ্লা রাখাইন সহ অনেকেই বক্তব্য রাখেন।
পরে তারা কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের কাছে স্বারকলিপি প্রদান করেন। তাদের দাবি, উইমাতারা ক্যাং এর বেশকিছু জমি গত দেড় দশক ধরে অবৈধ দখলদারদের দখলে রয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্বেও রহস্যজনক কারণে দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে না বলে তারা জানান।
তারা অভিযোগ করেন অবৈধ দখলদারদের ইন্ধনে গত ১৩ জুন বৌদ্ধ ভিক্ষু ওপেন দিতা’কে কুপিয়ে আহত করে আরেক তথাকথিত বৌদ্ধ ভিক্ষু মংয়িন।