প্রজ্ঞানন্দ ভিক্ষুঃ
কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন শৈলেরঢবা চন্দ্রোদয় বিহারের জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু -শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপিত হতে যাচ্ছে।
এই উপলক্ষে এক মহান সংঘ সম্মেলন আগামী ১৩ ও ১৪ মার্চ ২০২০ ইং, রোজ শুক্রবার ও শনিবার শৈলেরঢবা চন্দ্রোদয় বৌদ্ধ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা যায়, দেশ-বিদেশের অন্তত ৫০০ জন পুজ্য ভিক্ষুসঙ্ঘ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
উখিয়াস্থ বিশ্বজ্যোতি মিশন কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের বিদগ্ধ আলোচক, প্রাজ্ঞ ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন।
উক্ত অনুষ্ঠানে সবাইকে মৈত্রীময় আমন্ত্রণ/নিমন্ত্রণ জানিয়েছেন আয়োজকবৃন্দ।
বৌদ্ধ সমাজের অবক্ষয় প্রতিরোধে আদর্শ নীতি নির্ধারণে শাসন সদ্ধর্মের শ্রীবৃদ্ধি ও সংঘের ঐক্য চিরস্থিতির লক্ষ্যে আগামী ১৩ ও ১৪ মার্চ ২০২০ ইং তারিখে বড় কোন অনুষ্ঠানের দিন নির্ধারণ না করার জন্য বাংলাদেশী বৌদ্ধ ধর্মালম্বী সকল জনগণ ও পরম পুজ্য সকল ভিক্ষুসংঘের প্রতি আকুল আবেদন জানিয়েছেন অনুষ্ঠানের কর্তৃপক্ষ।