হাফিজুল ইসলাম চৌধুরী, কক্সবাজার থেকে :
কক্সবাজার সরকারি কলেজে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯জুন সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলার উপ-পরিচালক খাজা আহমেদ মিয়াজী, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আবু তাহের চৌধুরী, সহ-সভাপতি এড. তোফায়েল আহমদ, আবদুল কুদ্দুস রানা, কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ছলিমুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক আবু রায়হান মোঃ আশিকুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় প্রমূখ।
পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা বলেন, এ জেলায় সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদীদের কোন স্থান হবে না।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান কলেজের ছাত্র-ছাত্রীদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা থেকে বিরত থেকে নৈতিক চরিত্রের অধিকারী হওয়ার আহ্বান জানান।
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন তাঁর বক্তব্যে বলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বাংলাদেশের অগ্রযাত্রা রুঁখে দেয়ার জন্য সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদী কার্যক্রম চালানো হচ্ছে। তিনি ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার মত ক রে ছাত্র-ছাত্রীদের গড়ে উঠতে উদ্বুদ্ধ করেন।
কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ তাঁর বক্তব্যে কক্সবাজার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি কলেজে দীর্ঘদিন অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের ব্যাপারে কলেজ কর্তৃপক্ষকে জেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান।
ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক খাজা আহমেদ মিয়াজী তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এবং ধর্মের অপব্যবহারে প্ররোচিত না হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী কক্সবাজার সরকারি কলেজের উন্নয়ন অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উল্লেখ করেন কক্সবাজার সরকারি কলেজ সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ মুক্ত।
তিনি ছাত্র-ছাত্রীদের সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদী কার্যক্রমে না জড়ানোর জন্য এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য সদা সচেষ্ট থাকার উদাত্ত আহ্বান ও সমাবেশে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান।