আবদুল হামিদ, বাইশারী:
প্রতিষ্ঠার দীর্ঘ ৪৭ বছর পর নতুন ভবন পেল নাইক্ষ্যংছড়ি প্রাণী সম্পদ অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ জুলাই) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত নতুন ভবনের চাবি হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, ১৯৬৬ সালে তৎকালীন মহকুমা থেকে এক একর জমির উপর প্রতিষ্টিত হয় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। পুরাতন ভবনটি বর্তমানে চারপাশে বড় বড় ফাটল ধরে পরগাছা জম্ম নিয়েছে। ছাঁদ ও পিলারের অবস্থাও করুন। সম্প্রতি জরাজীর্ণ ভবনের বিষয়টি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের নজরে আনা হলে নতুন ভবন নির্মাণের জন্য ৮ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিএস সি ইঞ্জিনিয়ার (সিভিল) অপু বড়ুয়া আমাদের রামু ডটকমকে জানান- জমি স্বল্পতা থাকার পরও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা ও সদস্য ক্যউচিং চাকের আন্তরিক প্রচেষ্টায় অফিস কার্যক্রম গতিশীল করার জন্য ভবনটি নির্মাণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় নতুন ভবনের চাবি হস্তান্তর কালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যউচিং চাক, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মো: ইমরান মেম্বার, উপজেলা হেডম্যান এ্যাশোসিয়েশন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মংশৈ ফ্রু চৌধুরী, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বাশার নয়ন, প্রাণী সম্পদ অধিদপ্তরের এফ আই পীযুষ কান্তি চাকমা, অফিস সহায়ক নির্মল কান্তি চাকমা, কম্পাউন্ডার জসিম উদ্দিন, মো: জহিরুল ইসলাম, করিম ইকবাল চৌধুরী উপস্থিত ছিলেন।