রামু প্রতিনিধি:
রামুতে আওয়ামীলীগের উদ্যোগে কেন্দ্রিয় কর্মসূচির আওতায় জঙ্গী ও সন্ত্রাসবাদ প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে।
বৃহষ্পতিবার, ২১ জুলাই সকাল দশটায় রামু উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডলের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হানিফ বিন নজির, তপন বড়ুয়া, মাষ্টার নুরুল আমিন, রতন মল্লিক ও নুরুল ইসলাম বকুল, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক সুজন শর্মা ও মৃনাল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা চৌধুরী ও নুরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা হাকিম আলী, আলী হোছাইন, নুরুল কবির হেলাল, সাবেক ছাত্রনেতা ছাব্বির আহমদ,
ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মুন্সী আবদুর রহিম, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান বদি, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ শাহান, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর সিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক জাকের আহমদ, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইউসুফ (এমইউপি), কাউয়ারখোপ ইউনিয়ন
আওয়ামীলীগের আহবায়ক মোহাম্মদ হোছাইন, যুগ্ন আহবায়ক নুরুল হক হেলালী, মোহাম্মদ আবদুল্লাহ ও আবদুল গনি হেলালী, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক জহুর আলম, যুগ্ন আহবায়ক ওসমান গনি, রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারেক সরওয়ার, রশিদনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সায়েম মোহাম্মদ শাহীন, চাকমারকুল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাষ্টার শামসুল আলম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূট্টো প্রমূখ।
সভায় রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডলকে আহবায়ক এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরীকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট রামু উপজেলা জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
নবগঠিত এ কমিটিতে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও মুক্তিযুুদ্ধের পক্ষের সকল অসাম্প্রদায়িক গণতান্তিক শক্তি, বুদ্ধিজীবি, সুশীল সমাজ, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবি, সাংবাদিক, কৃষিবিদ, পেশাজীবি, সংস্কৃতিকর্মী, নারী, ছাত্র, তরুন-যুবক সহ সর্বস্তুরের জনতা ও সংগঠনের নেতৃবৃন্দকে অর্ন্তভূক্ত করা হয়েছে।