ক্রীড়া ডেস্কঃ
আগে থেকেই চাউর হয়ে গিয়েছিল, চার্ল ল্যাঙ্গাভেল্টের জায়গায় বাংলাদেশের নতুন বোলিং কোচ হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন। যিনি একসময় দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অবশেষে নিশ্চিত হওয়া গেলো, ওটিস গিবসনকেই তারা বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। আজ রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়ে দিয়েছে বিবিসি।
শুধু কোচ হিসেবে নিয়োগ দেয়াই নয়, বিসিবি পরিকল্পনা করছে পাকিস্তানে টি-টোয়েন্টি সফর থেকেই যেন ওটিস গিবসন কাজ শুরু করতে পারেন, সেটা নিশ্চিত করা। এ কারণেই দ্রুত তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
২৪ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ২৫ জানুয়ারি এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ জনুয়ারি। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে।
বিপিএল শেষ হতে না হতেই ওটিস গিবসনের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ নিয়ে আলোচনা ওঠে। বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ওটিস গিবসন। জাগো নিউজেই এ সম্পর্কে নিউজ উঠেছিল। ওই নিউজেই একপ্রকার নিশ্চিত করে দেয়া হয়েছিল, ওটিস গিবসনই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী পেস বোলিং কোচ।
বুধবার রাতেই বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ২৩ তারিখ সকাল ১০টায় লাহোর গিয়ে পৌঁছার কথা বাংলাদেশ দলের।
দক্ষিণ আফ্রিকান চার্ল ল্যাঙ্গাভেল্ট নিজ দেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে বিসিবির কাছে অনুরোধ করেন, তার সঙ্গে চুক্তি বাতিল করতে। শেষ পর্যন্ত সেই চুক্তি বাতিল করা হলে, বাংলাদেশের বোলিং কোচের পদ খালি হয়ে যায়।
সূত্রঃ জাগোনিউজ