সোয়েব সাঈদ, রামুঃ
রামুতে আর্ন্তজাতিক নারী দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এ প্রতিপাদ্যে আগামী ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে বৃহষ্পতিবার (৫ মার্চ) রামু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত রামু উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. সারওয়ার উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন ও উপজেলা সাব রেজিষ্ট্রার টিনু চাকমা।
সমাবেশে রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আবদুল মজিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু মোতালেব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেকুর রহমান, উপ-সহকারি প্রকৌশলী আলা উদ্দিন খান, ইপসা-আস্থা প্রকল্পের এমও ইকবাল হোসেন, প্রকল্পের কেইচ ওয়ার্কার এবং বিভিন্ন নারী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।