হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজার সদর ও চকরিয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যরা শপথ নিয়েছেন। শনিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলনকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। ১২ ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো.আলী হোসেন।
শপথ নেন সদর উপজেলার জালালাবাদ ইউপির আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁও সদর ইউপির আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছৈয়দ আলম, পোকখালী ইউপির আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রফিক আহমদ, চৌফলদন্ডি ইউপির আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ওয়ায়েজ করিম বাবুল, ইসলামপুর ইউপির বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, ইসলামাবাদ ইউপির আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নূর ছিদ্দিক,
চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউপির আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, ঢেমুশিয়া ইউপির বিএনপি মনোনীত প্রার্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম জিকু, কোনাখালী ইউপিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিদারুল হক সিকদার, বিএমচর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা এসএম জাহাংগীর আলম, পুর্ববড় ভেওলা ইউপিতে বিএনপির মনোনীত প্রার্থী মাতামুহুরী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আরিফ দুলাল ও বদরখালী ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী খাইরুল বশর।