হাফিজুল ইসলাম চৌধুরী :
পুলিশ প্রধান একে এম শহিদুল হক বিপিএম, পিপিএম বলেছেন, বাংলাদেশের মানুষ সন্ত্রাস ও জঙ্গিবাদকে ঘৃণা করে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানুষ হত্যা সমর্থন করে না, তাই মানুষ মেরে বেহেশতে যাওয়া যাবে না।’ জঙ্গিবাদ কোনভাবেই কল্যাণ বয়ে অনতে পারেনা। তার দৃষ্টান্ত আশুলিয়া ঘটনায় নিহত এক জঙ্গীর জানাজা। ওই জানাজায় একমাত্র ইমাম ছাড়া অন্যকোন মানুষ অংশ নেয়নি।
রোববার ২৪ জুলাই বেলা ১২টায় কক্সবাজার শহরের অভিজাত হোটেল কক্স টুডের সম্মেলন কক্ষে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। জেলা পুলিশ সুধীজনদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
পুলিশ প্রধান শহিদুল হক আরও বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। মা-বাবাদের সব সময় খবর রাখতে হবে সন্তান কী করে, কোথায় যায়। জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ভাড়াটিয়া ও অপরিচিত লোকদের সম্পর্কে তথ্য দিতে হবে। চোখ কান খোলা রাখতে হবে।
জনগণ পাশে থাকলে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের পক্ষে সহায়ক হবে। জঙ্গি তৎপরতা দমনে পুলিশ সব ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানান আইজিপি।
কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.শফিকুল ইসলাম বিপিএম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এবং জেলা সন্ত্রাস নাশকতা ও জঙ্গি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং জেলা সন্ত্রাস নাশকতা ও জঙ্গি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান চেয়ারম্যান, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, রামু কেন্দ্রীয় সীমা বিহারের প্রজ্ঞানন্দ ভিক্ষু, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের (ভারপ্রাপ্ত) কমান্ডার মোঃ শাহজাহান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, জেলা হোটেল মোটেল ঐক্য জোটের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, কক্সবাজার পৌরসভা ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা প্রমূখ।