রামু প্রতিনিধি:
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি আশকরখিল গ্রামে ‘আশার আলো যুব সংস্থা’ নামের একটি সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। রবিবার ২৪ জুলাই বিকালে কেক কেটে সংগঠন কার্যালয় উদ্বোধন করেন জোয়ারিয়ানালা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স।
ইউপি সদস্য আবদুস ছালাম আজাদের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য আবু নোমান মোহাম্মদ সোহানের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী, মহিলা মেম্বার ফাতেমা বেগম, জোয়ারিয়ানালা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনছারুল আলম, সমাজসেবক মোহাম্মদ আলী, সাংবাদিক আল মাহমুদ ভূট্টো ও সোয়েব সাঈদ প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মুবিনুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, সংগঠনের সদস্য নুরুল আজিম।