আব্দুল হামিদ, বাইশারী:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে কচু চাষ করে স্বাবলম্বী হওয়ার পথ দেখেছেন নুরুল ইসলাম মেম্বার। মাত্র চল্লিশ শতক জমিতে বিশ হাজার টাকা মূলধন নিয়ে কচু চাষ শুরু করেন তিনি। দুই মাসের ব্যবধানে মূলধন পেরিয়ে আরও লাখ টাকা আয় করা সম্ভব হবে বলে তিনি ধারণা করেছেন।
দেশি ও হাইব্রীড প্রজাতির দুই ধরণের কচু চাষ করে প্রতি সপ্তাহে কচুর লতি বিক্রি করে নিজের ও সংসারে চাহিদা মিটাতে কোন প্রকার অসুবিধা হচ্ছে না এখন। শুধুমাত্র নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে সময় মত সার, কিটনাশক ও ভিটামিন প্রয়োগ করেছেন তিনি। এতে তিনি সফলতা লাভ করেছেন বলে জানান।
এই প্রতিবেদক সরজমিনে গেলে কচু ক্ষেত পরিচর্যাকালীন কথোপকথনের এক পর্যায়ে তিনি আমাদের রামু ডটকমকে বলেন, গত ২৮ শে মে ইউ.পি. নির্বাচনে গর্জনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হয়েছেন। গ্রামের বাড়ি ভিন্ন ইউনিয়ন হলেও তিনি স্বপরিবারে বসবাস সহ ব্যবসা বাণিজ্য করেন বাইশারী বাজারে। বিগত দিনে বাইশারী বাজারে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে বাজারের পাশে চল্লিশ শতক জমিতে কচু চাষ করে লাভের মুখ দেখেছেন। তাই তিনি সকলকে নানা ধরণের সবজি চাষ সহ কচু চাষ করে স্বাবলম্বী হওয়ার জন্য আহ্বান জানান।