হাফিজুল ইসলাম চৌধুরী :
জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং জেলা সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান চেয়ারম্যান।
তিনি বলেন, দেশ এখন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের জ্বরে ভুগছে। এ থেকে উত্তরণের জন্য শিক্ষার্থীদের সবার আগে এগিয়ে আসতে হবে। কারণ ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি ক্রান্তিকালে ছাত্র এবং ছাত্র সংগঠনের ভূমিকা ছিল।
শনিবার ৩০ জুলাই সকালে কক্সবাজার কমার্স কলেজে জঙ্গি বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা বাঙালিরা অত্যন্ত ধর্মপরায়ণ কিন্তু ধর্মান্ধ নই। যারা যুব সমাজকে বিপথগামী করছে তারা মুসলিম বিশ্বকে ধ্বংসের পায়তারা করছে।
তিনি আরো বলেন, দেশকে অস্থিতিশীল করতেই এই অপচেষ্টা। যারা দেশের শান্তি নষ্ট করতে চায় তাদের ঐক্যবদ্ধভাবে দমন করতে হবে।
নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদকাসক্ত ও মাদকাসক্তির বিরুদ্ধে তরুন সমাজকে সোচ্চার হতে হবে। কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। এতে তরুনরা দেশের মানুষের দোয়া ও স্নেহ পাবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুর করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক নছরুল্লাহ খান, অধ্যাপক আবু হামেদ, অধ্যাপক মো: ইসলাম, অধ্যাপক উজ্জ্বল কান্তি দেব, ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির ছাত্রী সাবরিনা ইয়াসমিন ও দ্বাদশ শ্রেণির ছাত্র কাইমুল হাসান ছোটন।
উক্ত সমাবেশে কলেজের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ছাড়াও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে সকলকে জঙ্গি বিরোধী শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক নার্গিস আক্তার (রনি)।