আমাদের রামু রিপোর্ট:
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১৮ আগস্ট প্রকাশিত হচ্ছে। এতে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার গণমাধ্যমকে জানান, ওইদিনই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে।
গত ৩ এপ্রিল শুরু হয়ে ৯ জুন পর্যন্ত এইসএসসির লিখিত পরীক্ষা চলে। আর ১১ থেকে ২০ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।
আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd/) থেকে ফল জানতে পারবেন।
ফল জানা যাবে মোবাইলে
বরাবরের মতোই যে কোনো মোবাইল থেকে এসএসএম করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।