স্টাফ রিপোর্টার :
রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির প্রধান উপপরিদর্শক (এসআই) মো.রফিকুল ইসলাম বলেছেন-‘ইসলামের কথা বলে যারা মানুষ হত্যা করছে, তারাই মূলত ইসলামের বাইরে আছে। কাউকে হত্যা করা বা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো ধর্মই সমর্থন করে না।’
সোমবার দুপুরে রামুর গর্জনিয়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, এলাকায় সন্ত্রাসীদের সংখ্যা খুবই নগণ্য। এদের কার্যক্রমকে প্রতিরোধ করা অসম্ভব কিছু নয়, শুধু প্রয়োজন ঐক্যবদ্ধ অবস্থান। অভিভাবক ও শিক্ষার্থীদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে। সন্ত্রাসীরা যত ক্ষমতাধর হউক না কেন, পুলিশ এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ইউনিয়ন সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, দেশ এখন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের জ্বরে ভুগছে। এ থেকে উত্তোরণের জন্য শিক্ষার্থীদের সবার আগে এগিয়ে আসতে হবে। কারণ ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি ক্রান্তিকালে ছাত্র এবং ছাত্র সংগঠনের ভূমিকা ছিল।
মুক্তিযোদ্ধের অন্যতম এ সংগঠক আরও বলেন, মহান স্বাধীনতা সংগ্রামের চেতনাকে লালন করে সন্ত্রাসবাদ প্রতিরোধে এলাকার সচেতন মহল ও ছাত্র-শিক্ষককে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। কারণ এক জন মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরীরা বেঁচে থাকতে স্বাধীন বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসীরা স্থান পাবে না বলে হুশিয়ারি উচ্চারন করেন তিনি।
গর্জনিয়া ইউনিয়ন সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সদস্য সচিব হাফিজুল ইসলাম চৌধুরীর প্রানবন্ত পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী, গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম মনিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইউছুফ, গর্জনিয়া উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য হাবিব উল্লাহ চৌধুরী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, আওয়ামীলীগ নেতা ইয়াহিয়া চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহাদাত হোসেন।
এর আগে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা স¤্রাট শাহ সূজা সড়কে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিক এ.এইচ.এম মনিরুল ইসলাম বলেন, দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে আমরাও অংশ নিয়েছি। এই কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেছেন, তাঁরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চান, কোনো সন্ত্রাস-জঙ্গিবাদ দেখতে চান না।