সমুদ্র ও জনগণ
জনগণ যদি সমুদ্রের জল হয়, দ্বীপ হবে তার রাষ্ট্রযন্ত্র
বা প্লাবনের গতি-পরিচালক হলো নেতারা-
এই যখন অবস্থা, মানে, গণবাহিনী তখন যদি
নেতার মুখ পানে চেয়ে বসেই থাকে-
সংকট-ক্ষণে নিজেরাই নিজেদের সিদ্ধান্ত স্থির করে
দৃঢ় পদে পথ না চলে-কার সাধ্য তাদের পতন ঠেকায়?
যে দেশে নেতারা শুধু নামেই খ্যাত, সাধারণে দেয় না কাজ
দেয় না হাতিয়ার, অথবা চায় না দিতে, চায় শুধু-
জয় হোক তাদের, সৃষ্টি হোক আরও কিছু জয়ধ্বনি দাতা,
চিন্তা শক্তিহীন মতদাতা-
সেই নেতারা দেশ অতলে ডোবায়!
জলের ভিতরে যে প্রাণপুঞ্জ আছে লুকায়িত
তারই বিকাশ দিতে পারেন যিনি, যোগ্য নেতা শুধুই তিনি।
মাথার উপর হতে নামিয়ে নেতা
সর্ব শক্তি নিয়ে প্লাবনে গতি দিতে জলই নামুক
দ্বীপ ভাঙে-গড়ে সেতো জল বা প্লাবন …*
******************************************************************************************************************
স্বরূপ
আমি কেউ নই আমি হলাম আমরা
আমাদের হলুদ পাখি
আমাদের বাঁকখালী
জমিটুকু আমাদের
আমরা ভালোবাসি
আমরা আছি, আমরা থাকবো
আমাদের ঘর আছে, আমাদের ঘর নেই
আমরা তোমাদের
তোমরা সবুজ-কৃষ্ণচূড়া-ছাতিমফুল
আমি হলাম তোমরা
আমরা বনে-জনে নদীতে-ঢেউয়ে
সাদাফুল, হিজল-জারুল কাজলরেখা
বুদ্ধ-লালন আরো কত কী…
তোমরা আমাদের নাও…