হাফিজুল ইসলাম চৌধুরী, কক্সবাজার :
কক্সবাজার শহরের কলাতলি এলাকার নর্দমা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় সদর মডল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব সর্দারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ মৃতদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা অন্তত দুইদিন আগে তাঁর মৃত্যু হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।