হাফিজুল ইসলাম চৌধুরী, কক্সবাজার :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি চার দিনের সরকারি সফরে পর্যটন রাজধানী কক্সবাজারে আসছেন আজ।
মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, মন্ত্রী আজ বুধবার সকালে বিমানযোগে কক্সবাজারে আসবেন।
বেলা ১২টায় সার্কিট হাউজে উপস্থিত হবেন। এর পর বিকাল ৫টায় সার্কিট হাউজ মিলনায়তনে জেলা আওয়ামীলীগ, আওয়ামীলীগের সহযোগি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজার বিয়াম ল্যাবরেটরী হল রুমে জাতীয় ভূমি জোনিং প্রকল্পের চট্টগ্রাম বিভাগীয় ওয়ার্কশপে প্রধান অথিতি হিসাবে যোগ দেবেন।
তৃতীয় দিন শুক্রবার ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ জেলায় অবস্থান করবেন।
শেষদিন শনিবার সকালে তিনি কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।