গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ:
টেকনাফে বিজিবি সদস্যদের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক পাচারকারি আটক।
বিজিবি সূত্রে জানা যায়, ১০ আগস্ট গভীররাতে পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়া এলাকায় টেকনাফ সদরের ২ বিজিবি সদস্যরা ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৫ হাজার ৩৪৫ পিচ ইয়াবাসহ মৃত আবুল হোসেনের ছেলে মোঃ হোসেন আহমদ (৫৫)কে আটক করে।
অপরদিকে বিজিবি সদস্যরা আরেক অভিযান পরিচালনা করে মালিক বিহীন ৩৩ হাজার ৫২৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সু-কৌশলে পালিয়ে যায়।
টেকনাফ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ সত্যতা নিশ্চিত করে রামুনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদে আমাদের সদস্যরা পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে ১৫ হাজার ৩৪৫ পিচ ইয়াবাসহ এক পাচারকারিকে আটক করে এবং অপরদিকে একই এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন ৩৩ হাজার ৫২৯ পিচ ইয়াবা আটক করতে সক্ষম হয়েছে।
আটক ইয়াবা পাচারকারী হোসন আহম্মদের স্বীকারোক্তি মতে জাহাঙ্গীর আলম নামে আরেক পাচারকারীকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আটককৃত আসামীকে থানায় সোর্পদ করা হয়েছে।