আব্দুল হামিদ, বাইশারী:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম সভাপতি নির্বাচিত হয়েছেন।
বুধবার ১০ আগষ্ট নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারে কার্যালয়ে অনুষ্ঠিত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সভাপতি পদের নির্বাচনে নির্বাচিত সদস্যদের মাঝে প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহমেদ।
গত ৪ আগষ্ট বাইশারী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম বিপুল ভোট পেয়ে ১ম স্থান অধিকার করে সদস্য পদ লাভ করেছিল।
১০ আগষ্ট বুধবার সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ নুরুল হাকিম রামুনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়টিতে সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তিনি সঠিক দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছেন।
পাশাপাশি বিপুল ভোটে জয় লাভ ও পরবর্তী সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হওয়ায় সকল সদস্য, সদস্যা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসীর প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মোঃ নুরুল হাকিম বিগত দিনে বাইশারী ইউনিয়ন পরিষদের দুই দুইবার সদস্য, একবার চেয়ারম্যান এবং বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দুইবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি আগামীতেও সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকলের নিকট সহযোগিতা কামনা করছেন।