প্রতি বছরের ন্যায় এবছরও কক্সবাজার জেলার রামু কেন্দ্রীয় সীমা বিহারে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হতে যাচ্ছে স্মৃতি বিজড়িত শুভ মাঘী
পূর্ণিমা-২০১৬।
শুভ মাঘী পূর্ণিমা উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রব্রজ্যাদান,অন্নদান,সংঘদান, স্মৃতি বিজড়িত শুভ মাঘী পূর্ণিমার স্মৃতিচারণ সভা ও
বৌদ্ধ মহাসম্মেলন -২০১৬।
সভায় সভাপতির আসন অলংকৃত করবেন বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষু-সংঘের সর্বোচ্চ সাংঘিক সংগঠন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপ-সংঘরাজ একুশে পদকে ভূষিত, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যপ্রিয় মহাথের মহোদয়।
প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য দ্বাদশ সংঘরাজ, ত্রিপিটক সাহিত্য চক্রবর্তী, পটিয়া ঊনাইনপুরা লংকারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. ধর্মসেন মহাথের মহোদয়।
প্রধান ধর্মদেশকের ধর্মদেশনা দান করবেন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কমপ্লেক্স -এর অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. সংঘপ্রিয় মহাথের মহোদয়।
এতে আরো অনেক প্রাজ্ঞ ভিক্ষু-সংঘ উপস্থিত থাকবেন।