না ফেরার যাত্রী
ছোপ ছোপ রক্তের মাঝে নিয়তির নির্মমতা জড়িয়ে
প্রত্যেক ফোটা রক্তের বিন্দুতে
হাহাকারের লুকায়িত প্রতিচ্ছবি
কলমের কালি হতে আজ রক্তের ফোয়ারা
বৃষ্টির জলে রক্ত গড়িয়ে নর্দমায় স্রোতধারা।
পাষাণ হৃদয়ও গলে কুসুমিত
প্রাণহীন দেহ অপূর্ণতায় লোহিত
দিবালোকে চেনা পথে নেমে এলো রাত্রি
অন্য পথে হারিয়ে গেলে না ফেরা যাত্রী।
**********************************************************************************************
জিয়ন যাত্রা
গড়িয়ে চলো মোটর গাড়ি
তামার ডানায় চড়ে
পাতাল পূরীর দ্বারে,
সূর্য যেথায় পাটে বসে
দেউদারু সেই গহীনে।
মনির পাহাড়ের চূড়ায়
কিংবা সোনার পেয়ালায়,
সুতোর গুটির পিছে
যাবে আলিয়েনার কাছে।
বিশাল এক হ্রদে বুনো হাঁসের ভীড়ে
আস্তাবলের নিচে; কাঠুরিয়ার ঘাড়ে,
তাঁতির তাঁত না হয় তীরন্দাজের খাঁজ
দেখবে খাঁ দের জ্বালায় নর্তকীদের লাজ।
জাজিমে বসে দরবেশদের ভোজে মলিন হবে
শীতের চাঁদ আনাইৎ এর বিয়ের সাঁজ,
মরুর রাতে মোহন বাঁশির সুর বের করে আনবে
নেকড়ের ভয়ার্ত চিৎকার।
জিয়ন জল আর মরণ জলের উদ্দেশ্যে
তোমার ভ্রমন সফল না হলেও,
কাঠের পুতুলদের যাত্রাপালা তোমায়
প্যাঁচানো আঙ্গুর মদের আনন্দ দিবে রাতভর।