ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়া সন্ত্রাসী হামলায় জয়নাল আবেদীন(৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। গত শনিবার (২৭আগষ্ট) রাতে বন্ধুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে নিজের বাড়ির যাওয়ার পথে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মুহুরী পাড়া এলাকার কাইছারের বাড়ির সামনে তিনি এ হামলার শিকান হয়। তিনি একই ইউনিয়নের আফজলীয়া পাড়া এলাকার মৃত নুরুন্নবীর পুত্র।
স্থানীয়দের বরাত দিয়ে আহত জয়নাল আবেদীনের ভাই আমীর বলেন, মুহুরী পাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী মৃত ছগির আহমদের পুত্র বাদশা প্রকাশ গুরা বাদশা, আবু তাহেরের পুত্র মাহমুদুল করিম, আকতার হোসেন আকিব মিয়া, একই এলাকার শমসুল আলম, আমিন, মহিবুল্লাহ, আনোয়ারসহ ১০/১২জন সশস্ত্র সন্ত্রাসী আমার ভাইকে হত্যার উদ্দ্যেশে পরিকল্পিতভাবে হামলা করে।
এসময় সন্ত্রাসীরা তাকে লোহার রড় দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে সারা শরীরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে, স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
পেকুয়া থানার ওসি জিয়া মোঃ মোস্তাফিজ ভুইয়া বলেন, হামলার বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।