হাফিজুল ইসলাম চৌধুরীঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি রবিবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য প্রভাতফেরী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলার টাউন হলে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম শাহেদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ক্যউচিং চাক।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।

তার পূর্বে রাত ১২.০১ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রশাসন, ভাইস চেয়ারম্যান মো.কামাল উদ্দিনের নেতৃত্বে উপজেলা পরিষদ, ক্যউচিং চাকের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, ওসি মোঃ আবুল খায়েরের নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি থানা, রাজা মিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, নুরুল আলম কোম্পানির নেতৃত্বে উপজেলা বিএনপি, ও.আ.ম রফিকুল ইসলামের নেতৃত্বে হাজী এম.এ কালাম ডিগ্রী কলেজ, শামীম ইকবাল চৌধুরীর নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব, মাঈনুদ্দিন খালেদের নেতৃত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, চোচু মং মার্মার নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ, আকতার কামালের নেতৃত্বে সাপ্তাহিক পার্বত্য বাণী সহ অন্যান্য রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন