আমাদের রামু রিপোর্ট:
বাংলাদেশের প্রথম আঞ্চলিক ভাষার টেলিভিশন cplus টিভির কক্সবাজারের মহেশখালী ও চকরিয়ার উপজেলার আওতাধীন মাতামুহুরী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক কে.এম হোবাইব সজীব।
cplus টিভির সম্পাদক আলমগীর অপু স্বাক্ষরিত নিয়োগ পত্রের মাধ্যমে তাকে নিয়োগ দাওয়া হয়েছে। কে. এম হোবাইব সজীব বর্তমানে দৈনিক প্রিয় চট্টগ্রাম ও দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। এরআগে তিনি দৈনিক দৈনন্দিন, দৈনিক বাঁকখালী, দৈনিক আপনকন্ঠ, দৈনিক কর্ণফুলি ও জাতীয় দৈনিক মানবজমিন, দৈনিক খবর পত্রিকায় দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়ে। ২০০৫ সালে দৈনিক দৈনন্দিন পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতার যাত্রা। তিনি কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামেরও সাধারণ সম্পাদক।
উল্লেখ্য,সি-প্লাস টিভি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার প্রথম অনলাইন টিভি চ্যানেল। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সংবাদ যখন প্রধান মাধ্যম cplus টিভি এসেছে তখন বিজয়ের বার্তা নিয়ে। কাউকে হারাতে নয়, আমরা জিততে আসছি। “আরাঁ চাটগাঁইয়া হতা হই” এ শ্লোগানকে সামনে রেখে এখন সম্প্রচার শুরু করেছে বৃহত্তর বন্দর নগরী চট্টগ্রাম থেকে আঞ্চলিক ভাষার প্রথম টেলিভিশন cplus টিভি এবং ২৪ ঘন্টা চট্টগ্রামের সংবাদ আপডেট দিচ্ছে এ অনলাইন চ্যানেলটি।
গুগল প্লে ষ্টোর থেকে cplus টিভি ডাউনলোড করে খবর জানা যাবে।