আব্দুল হামিদ, বাইশারী:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় ও বাইশারী শাহনুরুদ্দিন দাখিল মাদ্রাসায় পৃথক সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী সারাদেশের ন্যায় বাইশারীতেও এই সমাবেশের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে শনিবার ৩ সেপ্টেম্বর সকাল ১১ টার সময় বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠে পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান নুরুল হাকিমের সভাপতিত্বে শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে জঙ্গি বিরোধী সমাবেশ করা হয়।
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর। তিনি বলেন, সরকার যখন দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং দেশে প্রচুর পরিমাণ উন্নয়ন হচ্ছে এ সময় একটি মহল বর্তমান সরকারের ভাবমুর্তি ও সুনাম নষ্ট করতে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তিনি উপস্থিত সকলকে এদের প্রতি সজাগ দৃষ্টি রেখে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সকল শিক্ষককে শতভাগ ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ও তাদের গতিবিধি এবং লেখাপড়ার প্রতি নজর রাখার জোর আবেদন জানান।
সহকারী শিক্ষক মওঃ আব্দুল লতিফের পরিচালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র দাশ, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামাল হোছাইন, পরিচালনা কমিটির সদস্য হাফেজ মোঃ আলম, সহকারী শিক্ষক মোঃ নুরুল আমিন, অভিভাবক সদস্য পল্লী ডাক্তার আব্দুল হক প্রমুখ।
এ ছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক হারিকান্ত দাশ, সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন, মমতাজ আহমদ, উৎপল প্রমুখ।