খালেদ শহীদ ও সোয়েব সাঈদ:
জঙ্গিরা শুধু দেশ ও জাতির শত্রু নয়, তাদের মা-বাবারও শত্রু। আজকের প্রজন্ম-শিক্ষার্থীদের মনুষ্যত্ববোধের শিক্ষা দিতে হবে। মানুষ হয়ে আত্মমর্যাদাবান হওয়ার শিক্ষা দিতে হবে। ধর্মীয় শিক্ষা, ধর্মীয় জ্ঞান-চর্চা ও অনুভূতি নাই বলে, সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এতে বিপদগামীরা সন্ত্রাসবাদে লিপ্ত হয়। অসৎ পথে অর্থ উপার্জন করতে গিয়েও অনেকে সন্ত্রাসবাদে লিপ্ত হয়। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ক্ষতি ও বিপদ সম্পর্কে প্রজন্ম-শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে। শিক্ষক-অভিভাবক উভয়কে শিক্ষার্থীদের আচার-আচরণ ও চলাফেরায় সজাগ দৃষ্টি রাখতে হবে।
শনিবার (৩ সেপ্টেম্বর) রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বেলা ১২টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু থানা অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম। সভাপতিত্ব করেন, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম।
পড়ালেখাকে গতিশীল ও নিয়মিত পড়ালেখা করে ধর্মীয় শিক্ষা ও অনুভূতিতে চলাফেরা করার জন্য রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে সভায় অতিথির বক্তব্য রাখেন, রামু কলেজের অধ্যাপক নিজামুল হক, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলা সম্বয়কারী সাইফুদ্দিন খালেন, রামু উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হাকিম, বাঁকখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইজত উল্লাহ, সদস্য সুনীল কুমার শর্মা প্রমুখ।
বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আসমাতুল এলাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষক অসিম বড়ুয়া।