দৈনিকশিক্ষা:
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বক্তব্য পর্যবেক্ষণ এবং তাদের নজরদারিতে রাখতে বলেছে সংসদীয় কমিটি। কঠোর পর্যবেক্ষণের আওতায় এনে তাদের বক্তব্য জঙ্গিবাদকে উসকে দিচ্ছে কিনা তাও খতিয়ে দেখার কথা বলা হয়েছে কমিটির পক্ষ থেকে।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ কথা বলা হয়।
কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মো. মোজাম্মেল হোসেন, মো. শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, মো. ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম এবং কামরুন নাহার চৌধুরী।
বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে কমিটির সদস্য ফখরুল ইমাম বলেন, নর্থসাউথ ইউনিভার্সিটির মতো নামি-দামি প্রতিষ্ঠানের শিক্ষকরা যদি জঙ্গিবাদে জড়িত থাকতে পারেন, তাহলে অন্য প্রতিষ্ঠানের শিক্ষকদেরও এর বাইরে ভাবার কারণ নেই। তাদেরও কঠোর মনিটরিং এর আওতায় আনা দরকার।
বৈঠকে সারাদেশে জঙ্গিবাদবিরোধী কার্যক্রম নিয়ে আলোচনা হয়। জঙ্গিবাদবিরোধী কার্যক্রমের সঙ্গে সঙ্গে অন্য সকল মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির কথাও বলা হয় বৈঠকে। বিশেষ করে যেসব মন্ত্রণালয় তৃণমূল পর্যায়ে কাজ করে, তাদের সকল কাজের সঙ্গে জঙ্গিবাদবিরোধী কার্যক্রম যুক্ত করার কথা বলা হয়। এরমধ্যে কৃষি, শ্রম, খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় উল্লেখযোগ্য।
এছাড়া শুক্রবার জুমার আগে ইমামদের মাধ্যমে মসজিদে জঙ্গিবাদবিরোধী বক্তব্য প্রদান, তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে জঙ্গিবাদবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন, শর্ট ফিল্ম, বিজ্ঞাপন চিত্র, ভিডিওক্লিপ ইত্যাদি তৈরি করে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় তা প্রচারের সুপারিশ করা হয়।
একইসঙ্গে সন্ত্রাসবিরোধী আলোচনা ও সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণেরও তাগিদ দেওয়া হয় বৈঠকে। এতে সমাজের গণমান্য ব্যক্তিবর্গ, ইমাম-শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিওসহ সকলের সমন্বয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণেরও সুপারিশ করা হয়। বলা হয় স্কুল, কলেজে ছাত্র-ছাত্রীদের হাজিরা নিশ্চিত করার কথাও।
এদিকে, জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশের পর্যাপ্ত উপযোগী গাড়ি নেই বলে কমিটিতে দাবি উত্থাপন করেছে সংশ্লিষ্ট বিভাগ। এ প্রেক্ষিতে দ্রুত নতুন গাড়ি ক্রয় করে দেশের বিভিন্ন জেলা ও থানা পর্যায়ে পুলিশ ভ্যান সরবরাহের তাগিদ দেয় কমিটি।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।