সোয়েব সাঈদ:
রামুতে গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের প্রথম রাউন্ডের ৪র্থ খেলায় পশ্চিম রাজারকুল খেলোয়াড় একাদশ জয়লাভ করেছে। আজ বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালে রাজারকুল ফরেস্ট অফিস মাঠে অনুষ্ঠিত খেলায় দক্ষিণ দ্বীপ ফতেখাঁরকুল ফ্রেন্ডশীপ স্টুডেন্টস একাদশকে ১-০ গোলে পরাজিত করে দলটি।
খেলার রাজারকুল ধলারপাড়া খেলোয়াড় একাদশের পক্ষে ৬ নং জার্সিধারি খেলোয়াড় সরোয়ার জয়সূচক গোলটি করেন।
খেলা শুরুর পূর্বে খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কার্লোফার্মা লি. এর এরিয়া ম্যানেজার ডা. ওসমান গনি রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সোয়েব সাঈদ।
অনুষ্ঠানে এক্সিলেন্ড ওয়ার্ল্ড এর এসও মো. নাছির উদ্দিন, কক্সবাজার জেলা আবাসিক হোটেল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, টূর্নামেন্ট আয়োজক দক্ষিণদ্বীপ ও শিকলঘাট একতা সংঘের সভাপতি জানে আলম, সহ সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, অর্থ সম্পাদক নুরুল আলম, স্ংাগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, সহ ক্রীড়া সম্পাদক শফিউল আলম, সংগঠনের সদস্য ওবাইদুল হক বাবু, মোহাম্মদ এনামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন, মাস্টার কায়ছারুল হক, সহকারি ছিলেন, তৌহিদ ও আমান উল্লাহ।
টূর্ণামেন্টের পঞ্চম ম্যাচে একই মাঠে বৃহষ্পতিবার (৮ সেপ্টেম্বর) বাবু ভাই ফুটবল মার্কা খেলোয়াড় একাদশের মুখোমুখি হবে দক্ষিণদ্বীপ এনএক্সটি ফুটবল একাদশ। ।