ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট ছয় হাজার ৮০০ আসনের বিপরীতে আবেদন করেছেন তিন লাখ দুই হাজার ৪৮৯ জন। অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে আবেদন ৪৪টি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির অনলাইনে আবেদন গ্রহণ বধুবার রাত ১২টায় শেষ হয়। খবর বিডিনিউজের।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ভর্তি অফিস সূত্রে জানা গেছে, ‘ক’ ইউনিটের এক হাজার ৬৮০টি আসনের বিপরীতে ৯১ হাজার ৯৩২, ‘খ’ ইউনিটের দুই হাজার ২৪১টি আসনের বিপরীতে ৩৫ হাজার ৬৬, ‘গ’ ইউনিটের এক হাজার ১৭০টি আসনের বিপরীতে ৪৩ হাজার ৬৪, ‘ঘ’ ইউনিটের এক হাজার ৪৪০টি আসনের বিপরীতে এক লাখ ১৫ হাজার ৮০৮ জন এবং ‘চ’ ইউনিটের ১৩৫টি আসনের বিপরীতে ১৬ হাজার ৬১৯ জন আবেদন করেছেন।
আগামী ২৩ সেপ্টেম্বর ‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হবে ভর্তি কার্যক্রম।
এরপর ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা ২৪ সেপ্টেম্বর, ‘গ’ ইউনিটের ৩০ সেপ্টেম্বর, ‘ক’ ইউনিটের ২১ অক্টোবর, ‘ঘ’ ইউনিটের ২৮ অক্টোবর এবং ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষা ১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
‘খ’ ও ‘চ’ ইউনিটে আবেদনকারীরা ১১ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত এবং ‘ক’, ‘গ’, ‘ঘ’ ইউনিটের আবেদনকারীরা ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন।
পরীক্ষাকেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা ইলেকট্রনিক যন্ত্র নিয়ে প্রবেশ করা যাবেন না। পরীক্ষা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।