দৈনিকশিক্ষা:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার গড় পাসের হার ৭৩ দশমিক ৬৬ শতাংশ। অদ্য ১০ সেপ্টেম্বর রাত ৮ টায় ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে দৈনিকশিক্ষাকে জানানো হয়, সারাদেশে ৬৮৩ কেন্দ্রে ১৬৭৮ কলেজের সর্বমোট ৩ লাখ ৬৯ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার গড় পাসের হার ৭৩ দশমিক ৬৬ শতাংশ।
পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.edu.bd ও www.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে। যে কোন মোবাইল থেকে SMS করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে nu<space>deg <space> Reg no লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।