সামাজিক সংহতি রক্ষার আহবান নিয়ে রামুতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট (রবিবার) বিকালে রামু ল্যাবরেটরী হাই স্কুলে উক্ত সংলাপ অনুষ্ঠিত হয়।
এলায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) এর উদ্যোগে উক্ত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।
রামু উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু, সুজনের রামু উপজেলা শাখার সভাপতি মাষ্টার মোঃ আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলা শাখার সভাপতি আলহ্বাজ হাফেজ আহম্মদ, ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলা শাখার সভাপতি মোঃ আবু বকর সিদ্দিকী প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে সূচনা বক্তব্য রাখেন একলাবের প্রকল্প ব্যবস্থাপক কাফায়েত উল্লাহ সাজ্জাদ।
স্বাগত বক্তব্য রাখেন রামু ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুল আলম মাহাবুব।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সামাজিক সংহতি রক্ষায় আন্তঃধর্মীয় সংলাপের বিকল্প নেই। পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের চিরায়ত ঐতিহ্য। এটাকে আরো মজবুত করে তুলতে নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ এবং সংলাপের কোনো বিকল্প নেই। বক্তারা আরো বলেন, ধর্মকে আমরা ব্যবহার করবো আমাদের ইহ-পরকাল সুন্দর করার জন্য। মানবতার বিকাশে আমরা ধর্মকে ব্যবহার করবো। ধর্মের অপব্যবহার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।