২১ আগস্ট বর্বোরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে রামুতে উপজেলা আওয়ামীলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ২১ আগষ্ট বিকাল ৪ টায় রামু খিজারী হাইস্কুল মিলনাতয়নে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট ইতিহাসের কলঙ্কময় একটি অধ্যায়। ঐ দিন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় আইভি রহমান সহ ২৪ জন নিহত ও তিন শতাধিক নেতাকর্মী আহত হন। এখনো অনেক নেতাকর্মী শরীরে গ্রেনেডের স্প্রিন্টার নিয়ে বেচে থাকলেও তাদের যন্ত্রনার যেন শেষ নেই। তাই অবিলম্বে এই ভয়াবহ গ্রেনেড হামলার সাথে জড়িত সকল অপরাধিকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।
সভায় বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের এ ধারাকে বাধাগ্রস্থ করতে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
রামু উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামশুল আলম মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আ:লীগ নেত্রী আফসানা জেসমিন পপি, রামু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন বড়ুয়া, মাষ্টার নুরুল আমিন, হানিফ বিন নজির, নুর হোসেন মেম্বার, রতন মল্লিক, নুরুল ইসলাম বকুল, যুগ্ম সম্পাদক সুজন শর্মা, নুরুল কবির হেলাল, অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা চৌধুরী,শেখ জুনায়েদ বিপ্লব, নুরুল হক চৌধুরী, রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরওয়ার কামাল সোহেল, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,চাকমারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন সিকদার, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, জোয়ারিয়ানালা ইউনিয়নের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহিন ,সাধারণ সম্পাদক হোছাইন আহমদ সিকদার, ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নুরুল আলম, সাধারন সম্পাদক কায়েস বাঙ্গালী, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুপ মেম্বার, সাধারণ সম্পাদক শাহরান চৌধুরী মারুফ, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকের আহমদ, সাধারন সম্পাদক মন্জুর আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুর আলম,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা ,রশিদনগর ইউনিয়নের সভাপতি বজল আহমদ বাবুল, সাধারণ সম্পাদক সায়েম মোহাম্মদ শাহীন, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল হক কোম্পানী, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,কাউয়ারখোপ ইউনিয়ন আ:লীগের সভাপতি মোঃ হোছন এমইউপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য ইউনুচ খান, ফিরোজ মিয়া, ওবাইদুল হক, রাহমত উল্লাহ, আকতার কামাল,জহির আলাউদ্দিন, আহমদুল হক, মোহাম্মদ জায়েদ, মোঃ আলাউদ্দিন সহ উপজেলা- ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।