এ.এম হোবাইব সজীব:
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাগর ও নদীবেষ্ঠিত উপকূলীয় ইউনিয়ন বদরখালী ইউনিয়নের ৩নং ব্লকের উপকূলীয় আর্ত-সামাজিক উন্নয়ন ও সেবা সংঘ শ্লোগান নিয়ে গঠিত স্বাধীন ক্লাবের ২য় তম বার্ষিক সাধারণ সভা জাকজমক পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। হাফেজ আবু তৈয়বের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বাধীন ক্লাবের সভাপতি তাজুল ইসলাম ভূট্টো এম,ইউপি।
অনুষ্টানে সভাপতি নির্বাচনে প্রস্তাব করেন শহিদুল ইসলাম, অত্র ক্লাবের সভাপতি তাজুল ইসলাম ভূট্টোকে সভাপতি হিসাবে সমর্থন করেন জসিম উদ্দিন। ক্লাবের নিয়ম অনুযায়ী আর কোন প্রস্তাব না আসায় অত্র ক্লাবের সভাপতি ২য় তম বার্ষিক সাধারণ সভার সভাপতি নির্বাচিত হয়।
স্বাধীন ক্লাবের সভাপতি তাজুল ইসলাম ভূট্টোর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বদরখালী আল-আজহার উচ্চ বিদ্যালয়ে রাত ৭ ঘটিকায় আয়োজিত সাধারণ সভায় এজেন্ডার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন, অত্র ক্লাবের উপদেষ্টা আ.ন. ম হেফাজ সিকদার ও নুরুল আলম জনি। আরোও আলোচনা করেন জামাল উদ্দিন বাদশাহ, এস এম সাইফুল ইসলাম বি অনার্স এম.এ।
উপস্থিত ছিলেন অত্র ক্লাবের উপদেষ্টা শহিদুল ইসলাম, ব্যাংকার নূরুল হোছাইন, নাঈম উদ্দিন। বার্ষিক সাধারণ সভায় স্বাধীন ক্লাবের ৩৪০ জন সদস্য উপস্থিত ছিলেন।
সাধারণ সভা শেষে র্যাফেল ড্র অনুষ্টিত হই। এতে প্রথম পুরস্কার একটি ফ্রিজ জিতে নেন অত্র ক্লাবের ২২৭ নং সদস্য কপিল উদ্দিন এ ছাড়াও অন্যান্য ৩০ টি পুরস্কার দেওয়া হয়।
প্রথম পুরস্কারটি বিজয়ী কপিল উদ্দিনের হাতে তুলে দেন এম,ইউপি রুকন উদ্দিন খোকা ও এম,ইউপি নুরুল কাদের নুরু। পরে অত্র ক্লাবের সফলতা কামনা চেয়ে মোনাজাত করে স্বাধীন ক্লাবের বার্ষিক ২য় তম সাধারণ সভা শেষ করা হয়। র্যাফেল ড্র শেষে উপস্থিত সবাইকে বিরানী বিতরণ করা হয়।