কক্সবাজারের রামুতে আহলে সুন্নত ওয়াল জমাআত ও আনজুমান-এ নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া বাংলাদেশ, কক্সবাজার জেলা ও রামু উপজেলার উদ্দ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত হবে।
বিগত বছরের ধারাবাহিকতায় অনুষ্ঠিতব্য ১২ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরী, ৯ অক্টোবর ২০২২ ইংরেজি রবিবার যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে এ দিবস পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে রবিবার সকাল ৮ টায় রামু উপজেলা পরিষদ চত্বরে জুলুস জমায়েত, ৯ টায় হাসপাতাল গেইটস্থ মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্দেশ্যে জুলুস আরম্ভ, সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভা, সাড়ে ১১টায় মিলাদ ও মোনাজাত দুপুর ১২ টায় তাবারুক বিতরণ।
উক্ত নুরানী জুলুসে দেশবরেণ্য আলেমেদ্বীন, বিশিষ্ট রাজনৈতিকবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ সকল স্তরের গণ্যমান্য ও সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ:) উদযাপন কমিটির আহবায়ক, অধ্যক্ষ মুফতি সৈয়্যদ মোহাম্মদ উল্লাহ নকশাবন্দী ও সদস্য সচিব মোহাম্মদ হোসাইন সানী উক্ত আয়োজনে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।