টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল ট‚র্ণামেন্ট। বেসরকারী সংস্থা এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) ব্যতিক্রমী ‘সামাজিক সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট-২০২২’ আয়োজন করেছে।
টূর্ণামেন্টে অংশ নিচ্ছে সাবরাং ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ টি ফুটবল দল।
গত ২৮ সেপ্টেম্বর এই টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন সাবরাং ইউপি চেয়ারম্যান নূর হোসেন বিএ। ব্র্যাকের সহযোগিতায় ও একলাব আয়োজিত এ ট‚র্ণামেন্টকে ঘিরে সাবরাং এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
মানবিক সহায়তা প্রকল্পের অংশ হিসেবে উল্লেখিত টূর্ণামেন্টটি সাবরাং ইউনিয়নের ৩টি মাঠে অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতি খেলাটিকে আরো সাফল্যমন্ডিত করে তুলেছে। খেলাটিতে সাবরাং ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ টি দল অংশগ্রহণ করে।
আগামী ১২ অক্টোবর সাবরাং হাই স্কুল মাঠে খেলাটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় সাবরাং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ফুটবল দল ও ৮ নং ওয়ার্ড ফুটবল দল অংশগ্রহণ করবে।
সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- টেকনাফ উপজেলা নিবাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী। খেলায় সকল ক্রীড়ামোদী দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন একলাব এর প্রকল্প ব্যবস্থাপক নূরে আলম মিলন।