আব্দুল হামিদ, বাইশারী:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ২নং বাইশারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি সদস্য ও সদস্যাদের প্রত্যক্ষ ভোটে তিনজন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এতে প্যানেল চেয়ারম্যান (১) মোঃ আনোয়ার হোসেন, প্যানেল (২) মহিলা সদস্যা সাবেকুন্নাহার, প্যানেল (৩) মোঃ সাহাব উদ্দিন।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১২ পর্যন্ত পরিষদ সদস্য বৃন্দরা নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপালন করেন বাইশারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শ্রীবাস চন্দ্র দাশ, সহাকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ কামাল হোছাইন।
প্রিজাইডিং অফিসার বাবু শ্রীবাস চন্দ্র দাশ বলেন, কোন রকম অনিয়ম ছাড়াই সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পারায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী ভোট দান থেকে বিরত থাকেন বলে জানান।